ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত হলিউড তারকা ইদ্রিস এলবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ১৭ মার্চ ২০২০

হলিউড তারকা ইদ্রিস এলবা করোনায় আক্রান্ত হয়েছেন। টুইটার পোস্টে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

ইংলিশ অভিনেতা, লেখক, প্রযোজক, সুরকার, গায়ক এলবা জানান, তিনি কোভিড ১৯-এ আক্রান্ত।’

তিনি আরও জানান, প্রথমে শরীরে কোনও ব্যথা, যন্ত্রনা বা উপসর্গ ছিল না। কিন্তু মাঝেমধ্যে অস্বস্তি হচ্ছিল। যার জেরে করোনা পরীক্ষা করান তিনি। এরপরই জানা যায়, নভেল করোনা ভাইরাসে আক্রান্ত এই তারকা।

বিষয়টি জানার পর আইসোলেশনে চলে যান অভিনেতা। নভেল করোনা ভাইরাস যাতে তার জন্য আর ছড়াতে না পারে, সে প্রস্তুতি নিয়েই কোয়ারেন্টিনে চলে যান ইদ্রিস।

দ্য ডার্ক টাওয়ার, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খ্যাত এই অভিনেতা আহ্বান করেন- কেউ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলে, আতঙ্কিত হবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে সুস্থ হয়ে ওঠা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে নভেল করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে নিজেকে পরিষ্কার রাখুন। সময় মতো হাত পরিষ্কার করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করেছেন তিনি।

এদিকে কিছুদিন আগে প্রথমে হলিউডস্টার টম হ্যাঙ্কস এবং তার অভিনেত্রী স্ত্রী রিতা উইলসনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। যদিও তারা সুস্থ হয়ে উঠেছেন।

এরপর করোনায় আক্রান্ত বলে জানান জেমস বন্ডের নায়িকা ওলগা কুরিলেঙ্কো।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি