ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনা থেকে বাঁচতে ফারুকীর পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৮ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব চলছে। পরিস্থিতি এমনই হয়েছে যে- আতঙ্কিত না হয়ে থাকতে পারছেন না কেউই। কিন্তু সচেতন হলেই ঝুঁকি এড়ানো সম্ভব। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় ভাইরাস থেকে বেঁচে থাকার কিছু নিজস্ব মত প্রকাশ করেছেন। 

ফারুকী লিখেছেন, ‘বিশ্বের বড় বড় দেশের কর্তাব্যাক্তিরা এটাকে তুলনা করছে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবে। এটাতো এক অবিশ্বাস্য এবং অবিস্মরণীয় মহাযুদ্ধই। নাইলে কেউ দু:স্বপ্নেও ভাবছিলো আলো ঝলমলে সব বড় শহর ফাঁকা মরুদ্যান হয়ে যাবে? আর লোকেরা ঘরে বসে দিন গুজরান করবে?’

এই নির্মাতা আরও লেখেন, ‘আমরাও আসেন এটারে যুদ্ধকালীন পরিস্থিতি হিসাবেই লই। নিজের হাতের সাথে যুদ্ধ করি, হাত পরিষ্কার রাখার যুদ্ধ। নিজের মনের সাথে যুদ্ধ করি, ঘুরতে না যাওয়ার, বেশি মানুষ এক জায়গায় না হওয়ার, আড্ডাবাজি না করার যুদ্ধ। বাঁইচা থাকলে এইসবই করতে পারবো।’

ফারুকী বলেন, ‘আর সরকারের বন্ধুরা, আসেন করি, টেস্টিং কিট সংগ্রহ করার যুদ্ধ, প্রতিটা হাসপাতালে করোনা মোকাবিলা ইউনিট বানানোর যুদ্ধ, ডেসিগনেটেড নার্স এবং ডাক্তারের দল বানানোর যুদ্ধ, লোকজনরে ঘরের ভিতর রাখার যুদ্ধ। পনেরো দিনের ছুটি দিয়া আন্তজেলা যোগাযোগ বন্ধ করে দিলে কী হয়? সেনাবাহিনী মাঠে নামাইয়া মানুষের মুভমেন্ট জিরোতে নিয়া আসলে কী হয়? কি কি সাপোর্ট সিস্টেম চালু করলে ঘরে থাকলেও মানুষের খাওয়ার কষ্ট হবে না সেই প্রোগ্রাম নিলে কী হয়? যুদ্ধ হইলেতো এইসবই হইতো নাকি? শত্রু ঢুইকা পড়ার আগেই প্রস্তুত হওয়া মানেই যুদ্ধ জয়। আসেন জিতি। কারণ এছাড়া আমাদের সামনে আর কোনো অপশন নাই।’

ফারুকীর এই পরামর্শকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। নেটিজেনরা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তার এই লেখা শেয়ার করেছেন। পরামর্শগুলোকে যৌক্তিক হিসেবেও মন্তব্য করছেন ভক্তরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি