ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় কোরআন খতম দিলেন পপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৫ মার্চ ২০২০

সাদিয়া পারভিন পপি

সাদিয়া পারভিন পপি

মহামারিতে রূপ নেয়া করোনা ভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। যাতে বাংলাদেশসহ সারা বিশ্বে মারা গেছে ১৫ হাজারেরও বেশি মানুষ। তবে এখনো আসেনি ভাইরাসটির প্রতিষেধক বা প্রতিরোধক। তাই এ নিয়ে আতঙ্কের শেষ নেই গণমানুষের। যেমন করোনাতঙ্কে কোরআন খতম দিলেন চিত্রনায়িকা পপি।

ক্রমেই বাড়ছে করোনা আতঙ্ক। বন্ধ হয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস-আদালত। ঘরে বন্দি হয়ে আছেন মানুষ। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন অনেকেই। 

এরইমাঝে মানুষকে নানাভাবে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন নাটক ও সিনেমার তারকারা। যে যার স্থান থেকেই এ মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনাও করছেন সৃষ্টিকর্তার কাছে। তেমনি করোনা থেকে মুক্তির জন্য নিজ এলাকা খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম দিয়েছেন চিত্রনায়িকা। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারও বিতরণ করেন এই নায়িকা।

এ বিষয়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে সাদিয়া পারভিন পপি বলেন, দেশ ও জাতির কঠিন বিপর্যয়ের সময় কিছু মানুষকে সচেতন করা ও শ্রমজীবী মানুষদের ক্ষুদ্র সাহায্যের চেষ্টা এবং বাংলাদেশসহ সারা পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন। এই ক্ষুদ্র চেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ে সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। 

সাদিয়া পারভিন পপি

পপি বলেন, আমার পক্ষে যতটুকু করা সম্ভব চেষ্টা করে যাচ্ছি। নিজে সতর্ক থাকছি ও মানুষকে সতর্ক করছি। ঢাকা শহরে করোনা ভাইরাস নিয়ে মানুষ জানার সুযোগ বেশি পেলেও গ্রামের মানুষ কিন্তু এখনো তেমন জানে না করোনা ভাইরাসের ভয়াবহতা ও মুক্তির উপায়। আমি সচেতন করার চেষ্টা করছি।

পপি আরও বলেন, দয়া করে সবাই বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি