ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় শিশুদের মুখে খাবার তুলে দিতে ১ মিলিয়ন ডলার দিলেন জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৮ মার্চ ২০২০

পুরোবিশ্ব এখন করোনার প্রভাবে অচল। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। যা নিয়ে চিন্তিত সবাই। এ অবস্থায় এগিয়ে আসছেন বিশ্বখ্যাত তারকারা। সরকারিভাবে আর্থিক ফান্ডে সহযোগিতা করছেন তারা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি। 

ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন এই অভিনেত্রী। 

এ বিষয়ে জোলি বলেন, ‘পৃথিবীতে অজস্র মানুষ এই সঙ্কটের সময় খেতে পারবে না, শিশুরা তাদের সঠিক পুষ্টি পাবে না, মানুষের মধ্যে হাহাকার বাড়বে। আমরা যারা তাদের সহযোগিতা করার জন্য ক্ষমতা রাখি তাদের এগিয়ে আসতে বলবো। এই পৃথিবীকে আমাদেরই বাঁচাতে হবে। তাই সতর্ক ও সচেতনতার পাশাপাশি এই সময়ে আমাদের আর্থিক ফান্ড প্রয়োজন।’
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি