ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লকডাউনে কুকুরকে খাওয়াতে ব্যস্ত জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ১ এপ্রিল ২০২০ | আপডেট: ১৮:২৪, ১ এপ্রিল ২০২০

ঢাকার রাস্তায় কয়েকটি কুকুরকে খাওয়াচ্ছেন জয়া আহসান

ঢাকার রাস্তায় কয়েকটি কুকুরকে খাওয়াচ্ছেন জয়া আহসান

Ekushey Television Ltd.

লকডাউনের সময় ঢাকার রাস্তায় দেখা গেল তাকে। হলদে কামিজ, সাদা সালোয়ার পরিহিত জয়া আহসানের মুখে ছিল মাস্ক। গত পাঁচ দিন ধরে ২৫ থেকে ৩০টি কুকুরকে নিজের হাতে মুরগির মাংস, ভাত আর পানি খাওয়াচ্ছেন এই অভিনেত্রী। 

এই লকডাউনের সময় তিনি বলেছিলেন যে, বাগানেই তার একমাত্র শান্তি। কিন্তু নিজে কুকুরদের এ ভাবে নিয়ম করে যত্ন নিচ্ছেন সে কথা নিজে ফলাও করে বলেননি। 

তবে এমনই একটা ছবি দিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় খবরটি পোস্ট করেন জয়ার বড় ভাই অদিত মাসুদ। তিনি লেখেন, “আমার বোন জয়ার জন্য আমার গর্ব হচ্ছে।”

দেশে এমন অনেক এনজিও আছে, যারা পশুপাখিদের নিয়ে কাজ করে। তাদের সঙ্গে বেশ অনেক দিন ধরেই যুক্ত জয়া। কিন্তু তার এই ভাবনা বা কাজকে তিনি কখনও প্রচারের আলোয় নিয়ে আসেননি।

জানা গেছে, এই সময়টাতে কলকাতাতেই থাকার কথা ছিল জয়ার। কারণ, ‘অর্ধাঙ্গিনী’ ছবির ডাবিং যে এখনও বাকি। তবে চলমান করোনা সংকটে ভারতের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে দেশেই অবস্থান করছেন জয়া।

সংবাদমাধ্যমকে জয়া আগেই জানিয়েছিলেন যে, ঢাকার রাস্তায় সেনা নেমেছে। ঢাকাতেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত কিছু মানুষ গরীব-অসহায়দের জন্য তহবিল করে টাকা তোলার ব্যবস্থা করছেন তিনি। তবে এ ধরনের কাজের প্রচার তিনি একেবারেই পছন্দ করেন না। 

এদিকে, আগামী ১৪ এপ্রিল ‘হইচই’ প্ল্যাটফর্মে দেখা যাবে অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবার’। তার ভক্তদের জন্য সেই খবর পোস্ট করে জয়া জীবাণুমুক্ত বিশ্বের আশায় দিন গুণছেন বলেও জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি