ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনার উপসর্গ নিয়ে অভিনেত্রী নুসরাতের বাবা হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৯, ১৩ এপ্রিল ২০২০

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য নুসরাত জাহানের বাবা শাহ জাহান করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল রোববার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নুসরাতের বাবার জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। ডায়াবেটিসের সমস্যাও রয়েছে তার। হাসপাতালে ভর্তির পর নুসরাতের বাবাকে ইনসুলিন দেওয়া হয়েছে। আজ তার লালা রসের নমুনা পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন আরও ৯০৯ জন। মৃত ৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭৩ জনে দাঁড়িয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি