ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লকডাউনে সামাজিক দূরত্ব নিয়ে গাইলেন সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ২০ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:৪৭, ২০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বলিউড সুলতান গান গাইলেন। লকডাউনে মহারাষ্ট্রের পানভেলের ফার্মহাউজে বসেই বানিয়ে ফেললেন নিজের মিউজিক ভিডিয়ো। ‘মানসিক দূরত্ব নয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন’- গানের মাধ্যমে বার্তা সালমানের।

রবিবার মুক্তি পেয়েছিল সেই মিউজিক ভিডিয়োর টিজার। এ বার প্রকাশ্যে এল গোটা গানটি।  গানের নাম ‘প্যায়ার করোনা’।  শুধু গান গাওয়াই নয়। গানের লিরিক্সও লিখেছেন সালমান। কম্পোজার সাজিদ-ওয়াজিদ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এই গান। ইউটিউবে লাইকের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। অনুরাগীরা সালমানের প্রশংসায় পঞ্চমুখ। এই অস্থির অবস্থায় বাইরে বার হওয়া নিষেধ, এই সামাজিক দূরত্ব যাতে কোনও ভাবে মানসিক দূরত্ব না হয়ে দাঁড়ায়, সেই বার্তাই দিয়েছেন সালমান।

ভাইজানের গান মনে ধরেছে শাহরুখেরও। টুইটারে একটি লাইভ সেশনে শাহরুখকে সালমানের গান কেমন লেগেছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “ভাই কামাল কা সিঙ্গল অউর সিঙ্গার হ্যয়।’’

মার্চের মাঝামাঝি থেকেই পানভেলের ফার্মহাউজে রয়েছেন সালমান। সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছেন বিশেষ বন্ধু ইউলিয়া, অভিনেত্রী জ্যাকলিন এবং বোন অর্পিতা খান-সহ পরিবারের বাকি সদস্যরা।

 

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি