ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সঙ্কটে এগিয়ে এসেছেন বলিউড তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে করোনার ত্রাস। দ্রুত ছড়িয়ে পড়া করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। ভাইরাসটি মোকাবিলায় এগিয়ে এসেছে বলিউড ইন্ড্রান্ট্রি। শুধু সামাজিক মাধ্যমে ভক্তদের সচেতনতার বার্তা দিয়েই সব দায়িত্ব শেষ করেননি তারা। একের পর এক মাঠে এগিয়ে এসেছেন সংকট মোকাবিলায় কাজ করতে। অমিতাভ, শাহরুখ, সালমানসহ অন্যান্য তারকারা যে যা পারছেন, সামর্থ্যমত দান করছেন করোনা তহবিলে।

করোনা সতর্কতায় বিভিন্ন দেশে চলছে লকডাউন। মহামারি ঠেকাতে স্বাস্থ্যখাতে প্রয়োজন বড় বিনিয়োগ। এমন পরিস্থিতিতে ভারতে বিভিন্ন সংস্থার পাশাপাশি দাতা হয়ে এগিয়ে এসেছেন তারকারা। দু'হাত খুলে দান করছেন তারা। 

সবশেষ, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে তিন কোটি রুপি দিয়েছেন বাহুবলী তারকা প্রভাস। এরআগে, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে পঞ্চাশ লাখ রুপি করে দেন স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকা এ তারকা। 

শুটিং বন্ধ থাকায় আর্থিক সমস্যায় ভোগা টেকিনিশিয়ান এবং জুনিয়ার আর্টিস্টদের পঞ্চাশ লাখ রুপি সাহায্যের ঘোষণা দেন রজনীকান্ত। মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনে বিশ লাখ এন নাইন্টি ফাইভ মাস্ক কিনে দিয়েছেন হৃতিক রোশন। 

এরআগে, প্রধানমন্ত্রীর করোনা তহবিলে পঁচিশ কোটি রুপি দিয়েছেন অক্ষয় কুমার। পঁচিশ হাজার দিন মজুরের দায়িত্ব নেন সালমান খান। 

সরকারি তহবিলে আর্থিক সাহায্য দিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন, বলিউড শাহেন শাহ শাহরুখ খান এবং আমির খান। তবে তারা কতো টাকা আর্থিক সাহায্য করেছেন, তা প্রকাশ করেন নি। 

এছাড়া করোনা সহায়তায় এগিয়ে এসেছেন পূজা ভাট, বিদ্যা বালান, রিতেশ দেশমুখসহ অন্যান্য তারকারা। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি