ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মারা গেলেন ইরফান খানের মা, হলোনা শেষ দেখা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৬ এপ্রিল ২০২০

মহামারিতে দুঃসংবাদ নেমে এল ইরফান খানের বাড়িতে। শনিবার রাজস্থানের জয়পুরে প্রয়াত হলেন তাঁর মা সইদা বেগম। সইদার বয়স হয়েছিল ৯৫ বছর। 

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। অবশেষে জয়পুরের বাড়িতে মৃত্যু হয় তাঁর।

যদিও মায়ের শেষকৃত্যে পাশে থাকা হল না ইরফানের। সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্চের মাঝামাঝি ক্যানসারের চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন ইরফান। কিন্তু হঠাৎ করেই লকডাউন শুরু হওয়ায় এই মুহূর্তে বিদেশেই আটকে আছেন তিনি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, বিদেশে নয় আপাতত মুম্বাইতে রয়েছেন ইরফান।
 
এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি