ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২ মে ২০২০ | আপডেট: ১২:৩০, ২ মে ২০২০

মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ। তিনি ১৯৭৩ সালের আজকের এই দিনে রাজধানীর নাখালপাড়াতে জন্ম গ্রহণ করেন। তার জন্মদিনে একুশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

মোস্তফা সরয়ার ফারুকী একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’সহ আরও কিছু চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

শুরুর দিকে ফারুকী লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী। 

২০১০ সালের জুলাই মাসে ফারুকী বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে।

এদিকে লকডাউনে ঘরবন্দি তিশা স্বামীর জন্মদিনে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে লিখেছেন- ‘প্রিয়জনের জন্মদিন। সময় যতোই খারাপ হোক, উদযাপনতো থেমে থাকবে না। তাই হাতের কাছে থাকা প্যানকেক, চকলেট, বিস্কুট আর অ্যাপ্রিকট দিয়ে বানিয়ে ফেললাম একটা কেক! ছোট কেক, কিন্তু ভালবাসা বড়। শুভ জন্মদিন, লাভ অব মাই লাইফ।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি