ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

করোনা নিয়ে পুতুলের নতুন গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৩ মে ২০২০

করোনা ভাইরাস নিয়ে একটি নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী পুতুল। ‘মৃত্যু উপত্যকা উবে গিয়ে আসবে না কি জীবন গ্রাম’- এমন কথার গানটি নিজেই লিখেছেন পুতুল। সেই সঙ্গে এর সুরও করেছেন তিনি। এরই মধ্যে অনলাইনে গানটি প্রকাশিত হয়েছে।

নতুন এ গানটি নিয়ে পুতুল বলেন, ‘সারা বছরই গান এবং লেখালেখি নিয়ে আমার সময় কাটে। করোনার এই ঘরবন্দি সময়েও থেমে নেই কাজ। করোনা নিয়ে এ গানটি যদি সাধারণ মানুষের সচেতনতায় কাজে লাগে, তবে সেটিই হবে আমার সার্থকতা। আশা করছি, শিগগিরিই বিশ্ব করোনামুক্ত হবে। সুন্দর সময়ের অপেক্ষায় আছি।’

নতুন গান ছাড়াও এরই মধ্যে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে লুৎফর হাসানের কবিতা ‘এসো হে মানুষ’ এ কণ্ঠ দিয়েছেন পুতুল। অন্যদিকে করোনার আগে নতুন দুটি গান লিখেছিলেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই গান দুটি প্রকাশ করার ইচ্ছা রয়েছে তার। 

এদিকে ইউটিউবে ‘পুতুল কথন’ নামের নতুন একটি চ্যানেল চালু করেছেন তিনি।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি