ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনার সচেতনামূলক গান নিয়ে এস কে সমীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৫ মে ২০২০

করোনাভাইরাস নিয়ে একটি সচেতনতামূলক গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক এসকে সমীর। গানটির শিরোনাম ‘ঘরে থাকো প্লিজ’। মূলত সামাজিক দূরত্ব তাই যে করোনা রোধের মূল অস্ত্র এই ম্যাসেজটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে গানটি।

‘ঘরে থাকো প্লিজ কিচ্ছু হবে না/আড্ডা দিলে রেহাই পাবেনা/পাগলামি সব ছাড়ো/তোমার খামখেয়ালি চিন্তায়/অনেক জীবন যাবে আরো’এমনই কিছু সচেতনতামূলক কথার মালা দিয়ে সাজানো গানটি লিখেছেন, সুর করেছেন, সঙ্গীত আয়োজন ও কণ্ঠ দিয়েছেন এস কে সমীর নিজেই।

সমীরের নিজস্ব স্টুডিও ‘মিউজিক ল্যাবে’ সম্প্রতি গানটির রেকর্ডিংয়ের সম্পূর্ণ কাজ সমাপ্ত হবার পর গানটি ভিডিও আকারে প্রকাশনার উদ্যোগ নেওয়া হয়, গানটিতে ভিডিও দিকনির্দেশনা দেন হাসান মেহেদী। গানটি দেশের স্বনামধন্য অডিও লেভেল কোম্পানি সাউন্ডটেক এর নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।

গানটির বিষয়ে সংগীত পরিচালক এসকে সমীর বলেন, করোনাভাইরাসের এই মহাবিপর্যস্ত অবস্থায় সমগ্র পৃথিবী। এরই ধারাবাহিকতায় প্রতিটি মানুষকে ঘরে থাকার যে সচেতনতার প্রয়োজন সেটার ওপর ভিত্তি করেই আমার এই গানটির উদ্যোগ নেওয়া। টিভিতে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছিলাম দেশের বিভিন্ন জায়গায় মানুষজন ঘরে থাকার এই নিয়ম মেনে চলছে না। বিশেষ করে তরুণরা তো মোটেই ঘরের মধ্যে আবদ্ধ থাকতে চায় না। কিন্তু এইটাই করোনাভাইরাস কে এড়িয়ে চলার একমাত্র উপায়। সেই জায়গা থেকে নিজস্ব উদ্যোগে এই গানটি লিখে ফেললাম এবং সুর ও সঙ্গীত আয়োজন করে নিজেই গাইলাম। যেহেতু আমি নিজেও ঘরে ছিলাম সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম নীতি মেনে চলছিলাম। এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আমার এই উদ্যোগ।

গায়ক ও সঙ্গীত পরিচালক এস কে সমীর আরও বলেন, দীর্ঘদিন যাবৎ তো আমি দেশের অনেক তারকা কণ্ঠশিল্পী ও ও তরুণ উদীয়মান কণ্ঠশিল্পীদেরকেকে নিয়ে কাজ করছি এরমধ্যে নিজে গান করার সুযোগ অনেকটাই কমে গেছে অন্যান্য কাজের ব্যস্ততায়। তবে আগামীতে আমার নিজের কণ্ঠে বেশ কিছু গান নিয়ে আমি শ্রোতাদের মাঝে হাজির হব আশা করি গান গুলো আমার পরিচিত মহল ও দেশের অগণিত সঙ্গীত প্রিয় মানুষের মন জয় করবে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি