ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জনপ্রিয় নায়ক নাইমের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ৮ মে ২০২০

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক নাইমের জন্মদিন আজ। বয়সের হিসাবে সুবর্ণজয়ন্তী। ১৯৭০ সালের আজকের দিনে তার জন্ম হয়। 

বিশেষ এ দিনটি প্রসঙ্গে নাইম বলেন, ‘আজকের এ বিশেষ দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার বাবা-মা, শ্রদ্ধেয় পরিচালক এহতেশাম, চাঁদনীর প্রযোজকসহ এ সিনেমার সংশ্লিষ্ট সবাইকে। যতগুলো সিনেমাতে অভিনয় করেছি প্রত্যেকটির প্রযোজক, পরিচালক, সহশিল্পীসহ সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমার ভক্ত দর্শকের প্রতি ভালোবাসা। আমার স্ত্রী শাবনাজকে ধন্যবাদ আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেয়ার জন্য। মহান আল্লাহ আমাকে দুই মেয়ে সন্তান উপহার দিয়েছেন, অশেষ কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। জীবনের বাকিটা দিন সুস্থ, সুন্দরভাবে কাটিয়ে দিতে চাই। করোনায় সবাই নিরাপদে থাকুন, সাবধানে থাকুন।’

প্রসঙ্গত, ক্যারিয়ারে নাইম উপহার দিয়েছেন বেশ কয়েকটি হিট সিনেমা। কাজ করতে গিয়ে প্রথমে সম্পর্ক তারপর নায়িকা শাবনাজকে বিয়ে করে হয়েছেন সংসারী। বর্তমানে কোনো সিনেমাতে অভিনয় না করলেও বিভিন্ন কাজের সুবাদে প্রায়ই মিডিয়ায় তাদের দেখা যায় তাকে। 

প্রয়াত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন নাইম। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন শাবনাজ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি