ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কানাডা পাড়ি দিলেন অরুণা বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১৩ মে ২০২০ | আপডেট: ২০:০৮, ১৩ মে ২০২০

ছেলের জন্য মন কাঁদছে। তাই আর দেশে থাকতে পারলেন না। করোনা মাহামারির মধ্যেই ছেলের কাছে কানাডায় পাড়ি দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে কানাডায় পাড়ি জমান তিনি। কানাডায় পৌঁছে বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানান অরুণা বিশ্বাস।

এ অভিনেত্রী বলেন, ‘একজন মা হিসেবে ছেলেকে ছেড়ে আর থাকতে পারলাম না। আমার একমাত্র ছেলে অনেকদিন ধরেই কানাডার টরেন্টোতে থাকে। কিছুদিন আগে দেশে ফিরে করোনার কারণে লকডাউনে আটকে গেছি। ওদিকে কানাডার অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। অনেক দিন ধরে কানাডায় যাওয়ার চেষ্টা করছিলাম। 

‘অবশেষে কাতার এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে গত রোববার ঢাকা ত্যাগ করি। টরেন্টোতে সোমবার বিকালে পৌঁছি। শুদ্ধ আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। আমিও ছেলের কাছে গিয়ে স্বস্তি পেয়েছি।’’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি