ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

করোনায় শুটিং করে লজ্জিত অভিনেতা সেলিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ১৫ মে ২০২০

নাট্যনির্মাতা আদিবাসী মিজান সম্প্রতি নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে শুটিং করেছেন। সেই খবর প্রকাশের পর শিল্পী সংঘের সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম বিষয়টি নিয়ে সাংগঠনিক অবস্থা থেকে বিরুপ মন্তব্য করেন। কিন্তু এবার নিজেই একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিলেন।

গত মঙ্গলবার ছোটপর্দার নির্মাতা সাখাওয়াত মানিকের পরিচালনায় সরকারি ও সংগঠনের নিষেধাজ্ঞা অমান্য করে বিজ্ঞাপনের শুটিংয়ে সেলিমসহ অংশ নেন চিত্রনায়ক নিরব, আমান রেজা, চিত্রনায়িকা শিরিন শিলা, সেমন্তী সৌমি, ফখরুল বাশার মাসুম ও নজরুল রাজ।

এ ঘটনা প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে। যদিও এ বিষয়ে লজ্জিত হয়েছেন বলে জানিয়েছে শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন, ‘এটি একটি সচেতনামূলক বিজ্ঞাপন ছিল। তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কাজটি করি। ব্যাপারটি এমন হবে আমি বুঝতে পারিনি। বিষয়টি নিয়ে খারাপ লাগছে, আমি নিজেই লজ্জিত।’

উল্লেখ্য, গত রোববার নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে শুটিং করে সমালোচিত হন নির্মাতা আদিবাসী মিজান। সে সময় নিজের সাংগঠনিক অবস্থা থেকে সেলিম বলেছিলেন, কাজটি অন্যায় করেছে তাতে কোনো সন্দেহ নেই। সে তার ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে। বিষয়টি সবার জন্য বিব্রতকর।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য মিটিং করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক। আন্ত:কমিটির সিদ্ধান্ত হলে গণমাধ্যমে বিষয়টি জানাবেন বলে জানান তিনি।

এদিকে চিত্রনায়ক নিরব এ ব্যাপারে বলেন, ‘সচেতনামূলক কমিনিউটি প্রডাকশনের জন্য কাজটি করতে অংশ নেই। এটি কোনো টেলিভিশনের নয়।’

তবে নিজের অবস্থান থেকে যে যাই বলুক, বিষয়টি নিয়ে আলোচনা চলছে মিডিয়া পাড়ায়। 

এসএ/
 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি