ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

হোটেলের খাবার প্লেট থেকে কমোড যখন স্বর্ণ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৪১, ২৮ এপ্রিল ২০১৮

বিশ্বের বিভিন্ন দেশের হোটেলগুলো সেবাগ্রহীতাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। তবে ভিয়েতনামের দানাং গোল্ডেন বে ফাইভ স্টার হোটেলটি এদিক দিয়ে অন্যদের থেকে ব্যতিক্রম। হোটেলটি তার গোল্ড প্লেটেড রুম এবং অ্যাপার্টমেন্টের জন্য ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

হোটেল কর্তৃপক্ষের দাবি, দানাং এলাকার প্রথম গোল্ড প্লেটেড হোটেল এটি। তাদের খাবার খাওয়ার প্লেট, বাটি, চামচ ও কাপ সবই গোল্ড প্লেটেড। হোটেলের ২৮তম তলায় অবস্থিত প্রেসিডেন্ট স্যুটটিতে রয়েছে আরো বেশি স্বর্ণ। এর বাথরুমে রয়েছে গোল্ড প্লেটেড কমোড, স্বর্ণের বাথটাব এবং বেসিন।

দানাং গোল্ডেন বে’র মতোই আরো একটি হোটেল হলো দুবাইয়ের বুর্জ আল আরব জুমেইরাহ। কৃত্রিম দ্বীপে অবস্থিত বুর্জ আল আরব জুমেইরাহ’র রয়াল স্যুটের বেশিরভাগটাই তৈরি স্বর্ণ এবং মার্বেল দিয়ে। হোটেলে থাকা প্রতি অতিথি পান ২৪ ক্যারেট স্বর্ণের একটি আইপড।  ইন্ডিয়ান এক্সপ্রেস

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি