ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গরিলার ছবিই সেরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ৩ অক্টোবর ২০২১ | আপডেট: ১২:২৮, ৩ অক্টোবর ২০২১

চোখ বন্ধ করে, প্রাণ ভরে প্রজাপতির পরশ উপভোগ করছে গরিলা। ২০২১ সালের 'নেচার কনজারভেন্সি' ফটো প্রতিযোগিতায় এই ছবিটিই নির্বাচিত হয়েছে সেরা। 

১৫৮টি দেশ থেকে পাঠানো এক লক্ষ ছবিকে টেক্কা দিয়েছে প্রজপতি ও গরিলার এই মনোমুগ্ধকর মুহূর্ত। 

'মালুই' শিরোনামের এই ছবিটি তুলেছেন ব্রিটিশ ফটোগ্রাফার অনুপ শাহ্‌। 

প্রতিযোগিতায় তার ছবিটিই সেরা নির্বাচিত হয়েছে, এজন্য ৪০০০ ডলার মূল্যের একটি ক্যামেরার প্যাকেজ পুরস্কারও পাচ্ছেন তিনি। 

মধ্য আফ্রিকার এক গভীর জঙ্গলে প্রজাপতি ঘেরা এই গরিলার ছবিটি তুলেছিলেন অনুপ শাহ্। 

তার ছবিতে মুগ্ধতা প্রকাশ করেছেন খ্যাতিমান গায়ক এবং ফটোগ্রাফার বেন ফোল্ডস। 

তিনি বলেন, "একবার গরিলাটির মুখের দিকে দেখুন, আপনার মনে প্রশান্তি কাজ করবেই আর প্রজাপতিগুলো আপনার নজর কাড়বেই।"

বর্তমানে বিশ্বের ৭২টি দেশে কাজ করছে পরিবেশবাদী প্রতিষ্ঠান 'দ্যা নেচার কনজারভেন্সি' মাটি এবং পানির ওপর যে জীবন নির্ভরশীল, তাকে রক্ষা করাই এই প্রতিষ্ঠানের কাজ। তবে জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করে তারা। 

সূত্র: বিবিসি বাংলা
এমএম/এসবি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি