ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নীল চোখে কে সেই `ডিম্পল গার্ল`?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ১৮ নভেম্বর ২০২১ | আপডেট: ১০:০৬, ১৮ নভেম্বর ২০২১

নীল সবুজ রঙের চোখ, বাদামী কোকড়া চুল, সঙ্গে গালে টোল। মিষ্টি মেয়ের এই দুষ্টু হাসিই এখন নেট দুনিয়ায়  ভাইরাল। অনেকেই তাকে চেনে ডিম্পল গার্ল নামে। কিন্ত কে এই ডিম্পল গার্ল?

এই ডিম্পল গার্লের আসল নাম আনাহিতা হাশিমযাদে। আনাহিতার জন্ম ২০১৬ সালের ১০ জানুয়ারি, ইরানে।

টোল পড়া হাসির জন্যই মূলত সবার মনে জায়গা করে নিয়েছে আনাহিতা। তার প্রথম ছবি ২০১৮ সালে ইনস্টাগ্রামে পোস্ট করেন তার মা। এরপর থেকেই একের পর এক আনাহিতার ছবি দেখতে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। 

অবিশ্বাস্য হলেও সত্য, সেই ধারাবাহিকতায় আনাহিতার এখন ১.২ মিলিয়ন ফলোয়ার ইনস্টাগ্রামে। 

২ বছর বয়স থেকেই আনাহিতার ছবি ইনস্টাটাতে দিয়ে আসছেন তার মা। এখন সে পাঁচ বছরে, একটি ছোট্ট বোনও হয়েছে তার। ছোট বোনটির সঙ্গে খেলতে ভালোবাসে আনাহিতা, সেইসঙ্গে ভালোবাসে, ছবি আঁকতে এবং মজার মজার খাবার খেতে। 

এখন কিন্তু আনাহিতার টোল পড়া হাসির পরিধি ইনস্টা থেকে ছড়িয়ে পড়েছে সকল সামাজিক যোগাযোগ মাধ্যমেই। 

তবে আনাহিতার পরিবার সম্পর্কে আর কোনই তথ্য পাওয়া যায়নি, এমনকী তার তায়ের নামটিও জানা যায়নি। শুধু এটুকু নিশ্চিত যে, মধ্য ইরানের কোনও একটি জায়গায় পরিবারের সঙ্গেই বাস এই ডিম্পল গার্লের। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি