নদীর প্রতি কৃতজ্ঞতায় যে উৎসব তাতেই নদী দূষণ!
প্রকাশিত : ১৪:৩৮, ২২ নভেম্বর ২০২১
ক্ৰাথা, অর্থাৎ গাছের পাতা দিয়ে তৈরি বাক্সে মোম জ্বালানো হয়৷ সেই পাতার ভেলা নদীতে ভাসানো হয়, এভাবেই প্রতি বছর বর্ষা শেষে ক্রাথং উৎসব পালন হয় থাইল্যান্ডে। নদীর প্রতি সম্মান দেখাতেই মূলত এই উৎসব। এর মধ্যদিয়ে ফসল তোলার মৌসুম শেষের আনন্দও উদযাপন করা হয়। কিন্তু এটিই এখন দেশটির নদী দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
পানিতে কাগজের ভেলা ভাসাতে কার না ভালো লাগে! আর সেটি যদি হয় নদীতে তাহলে তো কথাই নেই। এই কারণেই প্রতি বছর থাইল্যান্ডে শুধু শিশুরাই নয়, ক্রাথাং উৎসবে সানন্দে ভেলা ভাসান বড়রাও।
কিন্তু উৎসবটিই এখন দেশটির নদী দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
উৎসবে হাজার হাজার পাতার ভেলা ভাসানো হয়। যাতে মোম জ্বালানো হয়। এই ভেলা বানাতে ব্যবহার করা হয় পলিস্টাইরিন ফোম বা ককশিট এবং রং। মোম, রং এবং ককশিট তিনটিই নদীর পানির জন্য ক্ষতিকর।
আর পাতা ক্ষতিকর না হলেও, যখন একসঙ্গে প্রচুর পরিমানে পাতা নদীর পানিতে ভাসে এবং কদিন বাদে তাতে পচন ধরে তখন সেটিও নদীর জীববৈচিত্রের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।
এমন পরিস্থিতিতে পাতার ভেলায় ককশিট ব্যবহার বন্ধের জন্য প্রচার চালানো হয় দেশটিতে, এতে সমর্থনও মিলেছে সাধারণ মানুষের।
সেই সঙ্গে এই বছর থেকে ক্রাথাং উৎসবের পর এক রাতেই নদীর সব আবর্জনা পরিস্কারের ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/