ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে কাঠের গাড়ি বানিয়ে চমক দিলেন দুই ভাই (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২২

কাঠের বাড়ির কথা শুনেছেন সবাই, কিন্তু গাড়িও যে কাঠের হয়, এ কিন্তু ব্যতিক্রমই বটে! কিশোরগঞ্জের দুই ভাই এলাকায় সাড়া ফেলেছেন এমন এক গাড়ি বানিয়ে, যার পুরো বডি কাঠের তৈরি এবং এটি চলবে বিদ্যুতে। গাড়িটি পরিবেশবান্ধব এবং দামেও সাশ্রয়ী, বলছেন গাড়ির নির্মাতারা। 

জেলার পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া গ্রামের এই দুই ভাই এনামুল হক এবংইমরানুল হক সম্প্রতি তাদের তৈরি এই গাড়িটি নিয়ে রাস্তায় বের হলে, তার ভিডিওচিত্র ধারণ করা হয়। এবং তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

দুই ভাইয়ের মধ্যে এনামুল হক বুলবুল স্থানীয় দোকানে সোলার প্যানেল ও আসবাবপত্র বিক্রি করেন। আর ছোট ভাই ইমরানুল হক উপজেলার চরপাকুন্দিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বুলবুল বলেন, তাদের এ গাড়িটি অনেকটা জিপ গাড়ির আদলে তৈরি। ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিতে চলে এটি। এতে তারা ১৫০০ এমপিআর ব্যাটারি ব্যবহার করেছেন। ব্যাটারি চার্জে খরচ হয় ১৫ টাকার মতো।

গাড়িটি সৌরবিদ্যুতেও চলবে। একবার পূর্ণ চার্জে চলে একটানা একশ কিলোমিটার পর্যন্ত।

চার আসনের গাড়িটি তৈরি করতে তাদের প্রায় তিন মাস লেগেছে জানিয়ে তিনি বলেন, এতে তাদের ব্যয় হয়েছে দেড় লাখ টাকার মতো।

ড়ির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমাদের দেশে অনেক মানুষের গাড়ি কেনার ইচ্ছা আছে। কিন্তু গাড়ি কিনতে অনেক টাকা লাগে। যে কারণে নিম্ন ও মধ্যবিত্তের পক্ষে সম্ভব হয় না। তাদের কথা মাথায় নিয়ে আমি চিন্তা করি কিভাবে কম দামে গাড়ি তৈরি করা যায়।

এই চিন্তা থেকেই তিন মাসের মধ্যে কাঠ দিয়ে পরিবেশবান্ধব এই গাড়িটি তৈরি করেন তারা। 

ইমরানুল বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় গাড়িটি পরিবেশবান্ধব। তাছাড়া গাড়িটি স্বল্পমূল্যে কেনা যাবে।

গড়িটি বাজারজাত করা যায় কিনা এই বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই এলাকার মানুষ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি