ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রতি মাসেই যে দেশে ভালোবাসা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২

পৃথিবীর প্রায় সব দেশেই ১৪ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ হিসেবে পালন করা হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, দক্ষিণ কোরিয়ানরা প্রতিমাসেই ভালোবাসা দিবস পালন করে থাকেন! আর সেই দিনট হলো প্রতি মাসের ১৪ তারিখ।

যদিও সবার মতোই দক্ষিণ কোরিয়ানরা ১৪ ফেব্রুয়ারি দিনটাকে ভালোবাসা দিবস হিসেবেই পালন করে থাকেন। তবে একটু ভিন্ন আকারে। এই দিনে কেবল মেয়েরাই তাঁদের প্রিয় পুরুষটিকে ভালোবাসার নিদর্শন স্বরূপ উপহার দিয়ে থাকেন। উপহারটিও আবার সুনির্দিষ্ট, চকলেট ক্যান্ডি।

অন্যদিকে ফেব্রুয়ারির পরে মার্চের ১৪ তারিখ ছেলেরা উপহার দেয় তাদের প্রেয়সীকে। এ দিনটিতে প্রেমিকগণ প্রেমিকাদের দিয়ে থাকে চকলেট ছাড়া অন্য যে কোন স্বাদের ক্যান্ডি।

প্রতি মাসের ১৪ তারিখ ভিন্ন ভিন্ন নামে দিবস পালন করলেও তাদের মূল বিষয় হচ্ছে ভালোবাসা প্রকাশ। 

জেনে নেওয়া যাক তাদের ১২ মাসের বিভিন্ন দিবস সম্পর্কে- 
১৪ জানুয়ারি মোমবাতি দিবস, ১৪ ফেব্রুয়ারি লাল দিবস, ১৪ মার্চ সাদা দিবস, ১৪ এপ্রিল কালো দিবস, ১৪ মে গোলাপ দিবস, ১৪ জুন চুমু দিবস, ১৪ জুলাই রুপালি দিবস, ১৪ আগস্ট সবুজ দিবস, ১৪ সেপ্টেম্বর সংগীত দিবস, ১৪ অক্টোবর ওয়াইন দিবস, ১৪ নভেম্বর মুভি দিবস এবং ১৪ ডিসেম্বর আলিঙ্গন দিবস।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি