ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দিঘায় ধরা পড়লো বিশাল মাছ, বিক্রি হল ১৩ লক্ষ টাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৮ জুন ২০২২

ভাগ্য পরিবর্তনশীল, মুর্হূতেই যে তা দেখাতে পারে খেলা তার জীবন্ত প্রমাণ ভারতের এক মৎস্যজীবী। মানে সম্প্রতি দিঘার এক মৎস্যজীবীর জালে ধরা পড়লো বিশালদেহি এক মাছ। ওজন তার ৫৫ কেজি। বিক্রি হল ১৩ লক্ষ টাকায়।

জানা যায়, মাছটির নাম তেলিয়া ভোলা। দিঘায় ৫৫ কেজি ওজনের এই তেলিয়া ভোলা মাছটি কিনল এসএসটি নামে এক সংস্থা।

পূর্ব ভারতের সবথেকে বড় নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্র দিঘার মোহনা। এখানেই মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে মাছটি। ধারা পরার পর থেকেই শোরগোলও শুরু হয়ে যায়।

ডিমের জন্য ৫ কেজি বাদ দিয়ে মাছটির মোট ওজন দাঁড়ায় ৫০ কেজি। টানা তিন ঘণ্টা দরদামের পর ২৬ হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নেয় এসএসটি নামে একটি সংস্থা। আর তাতেই দারুণ মুনাফা হয় ব্যবসায়ীদের।

সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল হয় খুব তাড়াতাড়ি। আর এরপরই প্রশ্ন উঠে, এ মাছের এত দাম কেন?  

জানা গিয়েছে, এই মাছের পেটে প্রচুর পরিমাণে পটকা থাকে। সেই কারণেই অত্যন্ত মূল্যবান এই মাছ। 

এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, “এই মাছের পটকা জীবনদায়ী ওষুধ তৈরির কাজে লাগে। তাই প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানির পক্ষ থেকে কিনে নেওয়া হয় তেলিয়া ভোলা।”

দক্ষিণ ২৪ পরগনার নৈনানের এক বাসিন্দা মাছটিকে নিলামের জন্য নিয়ে এসেছিলেন দিঘা মোহনায়।

আড়তদার কার্তিক বেরা বলেন, “এই মাছটি স্ত্রী মাছ ছিল। পেটে ডিম থাকায় পটকার পরিমাণ খানিকটা কম। ৬ দিন আগে ৩০ কেজি ওজনের একটি পুরুষ তেলিয়া ভোলা বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়।”

পরে দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মারফত জানা গিয়েছে, এই মাছ বছরে দুই থেকে চারটি ওঠে। যার জালে জড়ায় তারই কপাল খুলে যায়।

সূত্রঃ সংবাদ প্রতিদিন
আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি