৫০ বছরে বিশ্বের অবনতি হয়েছে: রুবিক্স কিউব স্রষ্টা
প্রকাশিত : ১৮:২৬, ৩১ জুলাই ২০২২
৫০ বছর আগে ‘আইকনিক' রুবিক্স কিউব উদ্ভাবন করেছিলেন হাঙ্গেরির এর্নো রুবিক৷ এই সময়ে পৃথিবী আমূল পাল্টে গিয়েছে বলে জানিয়েছেন তিনি৷
জলবায়ু পরিবর্তন থেকে জনবিস্ফোরণ সবমিলিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, মন্তব্য হাঙ্গেরিয়ান উদ্ভাবকের৷
প্রায় তিন বাই তিন বাই তিন ইঞ্চি মাপের নানারঙের এই ধাঁধার বাক্সটি তৈরি করেছিলেন হাঙ্গেরিয়ান উদ্ভাবক রুবিক৷ এটি হাঙ্গেরির অন্যতম সেরা উদ্ভাবন বললে ভুল হবে না৷ শিশু থেকে বৃদ্ধ–এই রুবিক্স কিউব সারা বিশ্বে সমাদৃত, জনপ্রিয়৷
এখন পর্যন্ত সারাবিশ্বে কয়েক কোটি রুবিক্স কিউব বিক্রি হয়েছে৷ সেই কিউবের স্রষ্টার বয়স এখন আটাত্তর৷ এরনো রুবিক বুদাপেস্টের শহরতলির বাড়িতে মন দিয়ে বাগান করতে ভালবাসেন৷ বাগানের যত্ন নিতে নিতে তিনি সংবাদসংস্থার প্রতিনিধিকে বলেন, ‘‘প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বে এত উন্নতি হয়েছে৷ তবে সবমিলিয়ে ভারসাম্যের বদল নেতিবাচক৷শিক্ষাক্ষেত্র থেকে সবকিছুই বেশ চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে৷ পৃথিবীর সঙ্গে সরাসরি সংযোগটাও জরুরি৷''
তার কথায়, ‘‘কোনোকিছু ওলটপালট হয়ে গেলে প্রকৃতির এমন ব্যবস্থা রয়েছে যার ফলে ভারসাম্য পুনরুদ্ধার করা যায়৷'' তার অনুযোগ, ‘‘আমরা এই ভারসাম্যকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছি৷ সবচেয়ে বেদনাদায়ক হলো, নম্র, মিতব্যয়ী বা পরিশ্রমী হওয়ার মানে আমরা এখন আর জানি না৷''
রুবিকের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি এই রুবিক্স কিউব৷ মানুষের ফোকাস বা মনোসংযোগের কথা ভেবেই এটি তৈরি করেন তিনি৷ এর ফলে হাতেনাতে সমস্যা সমাধান করাটা আসলে কী, তা বোঝা সম্ভব৷ তিনি বলেন, ‘‘তরুণ প্রজন্মকে ব্যর্থতা সামলাতে শেখানোই হলো শিক্ষার আসল ভূমিকা৷ শুধু অর্থ নয়, আরো অনেক কিছু জীবনে বিনিয়োগ করা উচিত৷ যেমন– মনোযোগ, শক্তি এবং বৌদ্ধিক চেষ্টা৷ এর ফলে পরবর্তী প্রজন্ম আমাদের ভুলের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য প্রস্তুতিটুকু অন্তত নিতে পারবে৷''
ডিজিটাল গেম এবং ডিভাইসের অতিরিক্ত ব্যবহার নিয়েও সতর্ক করেন রুবিক৷ শিশুদের ক্ষেত্রে এর ফলে বাস্তব জগতে নিজে নিজে কোনো কিছু শেখার সুযোগ কমে আসছে বলে মনে করেন তিনি৷ তার কথায়, ‘‘ আমি যদি বাস্তব জগতকে শুধুমাত্র ভার্চুয়াল লেন্স দিয়ে দেখি, তাহলে অভিজ্ঞতার ব্যাপারটাই মারাত্মকভাবে কমে যায়৷ নিজে কোনো বই পড়া আর কারো থেকে বইয়ের বিষয়বস্তু জেনে নেয়ার যে ফারাক রয়েছে, এটাও তাই৷ আমরা বাস্তবজগতের সঙ্গে সংযোগ হারাতে শুরু করেছি৷''
সূত্র: ডয়েচে ভেলে
এসবি/