ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অদম্য মনোবাসনা যার সহজাত, তাকে থামিয়ে রাখার সাধ্য কার! (ভিডিও)

মিনালা দিবা

প্রকাশিত : ১৪:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধিতার শিকার হয়েও থেমে থাকেননি।  সদিচ্ছা আর কঠোর পরিশ্রমে জয়ী হয়েছেন জীবনযুদ্ধে। ক্যাটারিং ব্যবসায় সফল উদ্যোক্তা মোতাহার হোসেনের গল্প, মিনালা দিবার রিপোর্টে। 

সবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে, বের হয়ে আসা। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। 

কিছু করবার আগেই, থমকে দাঁড়ানো সড়ক দুর্ঘটনায়। হাঁটবার শক্তি ফিরে এলো না চিকিৎসার পরও। এরই মধ্যে, সহায়-সম্পদ সব শেষ।

অদম্য মনোবাসনা যার সহজাত, তাকে কি আর থামিয়ে রাখা যায়। হাতে তুলে নিলেন, খুন্তি-কড়াই, জ্বালালেন উনুন, চড়ালেন হাড়ি। অল্প পুঁজিতেই শুরু হলো, ক্যাটারিং ব্যবসা।  

মোতাহার বলেন, "যখন একটু সুস্থ হচ্ছিলাম তখন কিছু একটা করার তাড়না অনুভব করছিলাম। বিদেশে যে টাকা রোজগার করেছিলাম সেটাও শেষ পর্যন্ত পাইনি। এই সময় আমার ছোট ভাই, ওয়াইফ অনেক সংযোগিতা করেছে।" 

সচ্ছলতা এলো মোতাহারের জীবনে, গুছিয়ে ফেললেন নিজের পরিবারকেও। 

আমার মেয়ের তখন জন্ম নেয়, নাম সাকুরা, তার দুধ কেনার টাকাও যখন ছিলোনা তখন সেই পরিস্থিতিতে আমি ব্যবসা শুরু করি।" বলেন মোতাহার। 

গোধূলি ক্যাটারিং এখন, অফিস-ব্যাংক, কিংবা স্কুল-কলেজের বিভিন্ন আয়োজনে খাবার সরবরাহ করছে নিয়মিত। এখানে জীবিকা নির্বাহ করছেন দুই ডজনেরও বেশি মানুষ। 

অঙ্গহানির হতাশায় বসে থাকা মানুষের জন্যও ঘুরে দাঁড়ানোর প্রেরণা মোতাহার। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি