ঐতিহ্য ফিরে পাচ্ছে বরিশাল জিলা স্কুল
প্রকাশিত : ১৭:৪১, ১০ আগস্ট ২০২৩
দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বরিশাল জিলা স্কুল। বরিশাল শহরের আস্থার বিদ্যাপিঠও বরিশাল জিলা স্কুল। লেখাপড়া ও ফলাফলে সবার শীর্ষে বরিশাল জিলা স্কুল।
২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ৩০৫ জনের মধ্যে ২৬৫ জন জিপিএ-৫.০০ অন্যরা সব এ গ্রেড পেয়েছে এবং শতভাগ পাশ, এ রেজাল্ট বরিশাল জিলা স্কুলের জীবনে শ্রেষ্ঠ রেজাল্ট বলে জানা গেছে।
ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষক জনাব মুহাম্মদ নুরুল ইসলাম যোগদান করার পর তার সৃজনশীল উদ্যোগ বিদ্যালয়টিতে নতুন মাত্রা এনেছে বলে মনে করছেন স্থানীয়রা। তার উদ্যোগে বিদ্যালয়ে দৃশ্যমান উন্নয়নের কারণে শিক্ষকগণ তাকে আধুনিক বরিশাল জিলা স্কুলের রূপকার বলে আখ্যা দিয়েছেন।
স্কুলের শিক্ষকরাও বলছেন, বর্তমান প্রধান শিক্ষক প্রায় আড়াই বছরে যে দৃশ্যমান সংস্কার ও উন্নয়ন করেছেন তা বরিশাল
জিলা স্কুল আজীবন স্মরণে রাখবে।
বরিশাল জিলা স্কুলে প্রবেশ করলেই দেখা যায় মাঠের মধ্যে দাড়িয়ে আছে সুসজ্জিত পতাকা মঞ্চ। নারী শিক্ষিকাদের জন্য আলাদা কোন ওয়াশরুম ছিল না। এখন রয়েছে। হলরুমের আধুনিকায়নও হয়েছে। বঙ্গবন্ধু কর্নারেরও আধুনিকায়ন হয়েছে।
এসবি/