এক ঠোটেঁর দাম সাড়ে ৪ কোটি টাকা
প্রকাশিত : ১৮:২৩, ৮ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:২৫, ৮ জানুয়ারি ২০১৯
ব্ল্যাক ম্যাট লিপস্টিক এবং কৃত্রিম আইল্যাশ লাগানোর আঠা দিয়ে ১২৬টি হিরা লাগানো হয়েছে মডেল চার্লি অক্টাভিয়ার ঠোঁটে। পুরো কাজটি করতে সময় লাগে আড়াই ঘণ্টা। মডেলের ঠোঁটে হিরাগুলো লাগিয়ে দেয় মেকআপ আর্টিস্ট ক্লেয়ার ম্যাক।
সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজিত এই কর্মযহজ্ঞে খরচ হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৮৫৮ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ৪ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার ৮৭২। এই সজ্জায় ব্যবহৃত হয়েছে ২২.৯২ ক্যারাট ওজনের হিরা।
ভারতীয় সংবাদমাধ্যম এবেলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার বিখ্যাত জহুরি সংস্থা রোসেনডর্ফ ডায়ামন্ডস তাদের ৫০তম বর্ষে এমন লিপ আর্টের আয়োজন করে। পরে সেই মডেলের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। বিশ্বের সব থেকে দামি লিপ আর্ট হিসেবে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে ‘গিনেস বুক অফ রেকর্ডস’। খুশি রোসেনডর্ফ ডায়ামন্ডস, খুশি মডেল অক্টাভিয়াও।
টিআর/