আবাসস্থলের অভাবে বিলুপ্ত হচ্ছে পাখি (ভিডিও)
প্রকাশিত : ১০:৪২, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:৪৮, ১৯ মার্চ ২০১৯
আবাসস্থলের অভাবে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। তবে নগরায়ন আর শিল্পায়নের তাড়নায় থাকা সৈয়দপুরের এক প্রত্যন্ত গ্রাম যেন হাঁটছে উল্টোপথে। বিলুপ্তপ্রায় প্রজাতির শামুকখোল পাখিরা এখানে পেয়েছে এক আশ্চর্য আশ্রয়। গ্রামবাসীরাই পরিচর্যা করছে পাখিদের।
নীলফামারির সৈয়দপুর উপজেলার সোনাখুলি গ্রাম।
প্রত্যন্ত এই গ্রামে বট-পাকুড় গাছে বাসা বেধেছে শামুকখোল পাখি। গ্রামবাসী যেহেতু পাখি শিকারের বিরুদ্ধে, এখানেই নিরাপদ বোধ করছে বিলুপ্তপ্রায় প্রজাতির এই পাখিরা। পাখিদের নিরাপত্তা দিতে গিয়ে প্রভাবশালী শিকারীদের মামলা-হয়রানিও ভোগ করতে হয়েছে গ্রামবাসীকে। এরপরও তাদের দমানো যায়নি।
এখন পাখির ঝাক দেখতে দূর-দূরান্ত থেকে আসছে মানুষ।
তবে গ্রামবাসীর এই পাখিপ্রেম একদিনে হয়নি। বাস্তুসংস্থানের ধারাবাহিকতায় পাখি আর মানুষের এই শান্তিপূর্ণ সহাবস্থানের নেপথ্যে কাজ করছে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন।
এগিয়ে এসেছে উপজেলা প্রশাসনও। সৈয়দপুরে আরো পাখির অভয়াশ্রম গড়ে তুলতে চায় তারা।
পাখিদের নিরাপত্তা নিশ্চিতে শিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক।
যখন আবাসস্থলের অভাবে ক্রমেই কমছে শামুকখোল পাখির সংখ্যা, তখন সোনাখুলি গ্রামের এই উদ্যোগ যেন পথ দেখালো, এমনটাই বলছেন পাখিপ্রেমীরা।
বিস্তারিত দেখতে ক্লিক করুন :
এসএ/এসইউ