ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সর্দি, কাশি ও শ্বাসকষ্ট: এই সময়ে শিশুর যত্ন

ডা. এএসএম মাহমুদুজ্জামান

প্রকাশিত : ২০:২৯, ১৪ অক্টোবর ২০২০

এ সময়ে শিশুদের ভাইরাল রাইনাইটিস, সিজনাল ফ্লু ও ব্রংকিওলাইটিস-এর কারণে শিশুদের সর্দি ও কাশি থাকতে পারে। বাসায় হালকা গরম পানির সঙ্গে লেবুর রস, অল্প মধু আর কয়েকটা চায়ের পাতা/ তুলসী পাতা মিশিয়ে ১-২ চামচ করে শিশুকে খাওয়ান। ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যেমন- কমলা লেবুর রস দিলে ভালো।

সর্দি ও কাশির জন্য সিরাপ- কিটোটিফেন: (৬ মাস থেকে ৩ বছর- আধা চামচ x ২বার/ ৩ বছরের উপর- এক চামচ x ২বার) ৩ থেকে ৫দিন। সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে তাহলে সিরাপ সালবিউটামল: (২ বছর থেকে ৫ বছর- ১ চামচ করে x দিনে তিনবার) ৩ থেকে ৫ দিন। 

যদি কাশির সাথে জ্বর থাকে তবে সেটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, সে ক্ষেত্রে এন্টিবায়োটিকের প্রয়োজন পড়বে। 

যদি কাশি ৩-৫ দিনের মধ্যে ভালো না হয় অর্থাৎ দীর্ঘমেয়াদি কাশির ক্ষেত্রে (হাঁপানি ও জন্মগত হৃদরোগ) এবং কাশির সঙ্গে জ্বর থাকলে (নিউমোনিয়া) অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে।

লেখক: নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, ডিসিএইচ (শিশু স্বাস্থ্য), এমডি (শিশু), সহকারী অধ্যাপক, শিশু বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা।

চেম্বার: 
সিটি হেলথ সার্ভিসেস লিমিটেড
৭৭২/১-এ, বসিলা রোড, 
(ময়ূর ভিলা সংলগ্ন) 
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
সময়: রাত ৬:০০-৯:০০টা
(মঙ্গলবার ও শুক্রবার বন্ধ)
সিরিয়াল: ০১৫৩১-৯৭১০৪৮

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি