ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৮৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ১৪ ডিসেম্বর ২০২২

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৪ জন রোগী।

বুধবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১০০ জন এবং ঢাকার বাইরে ৮৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯১৬ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৯৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪২২ জন।

১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৯২৬ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৪৩১ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২২ হাজার ৪৯৫ জন।

এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৭৭২ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৯৭১ জন।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি