ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘ডায়াবেটিস একটি নিরব ঘাতক ব্যাধি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমদ মিলন বলেছেন, ডায়াবেটিস রোগ একটি নিরব ঘাতক ব্যাধি, এই রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী ডিজিজ, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয়। অবশেষে রোগী পঙ্গুত্ব ও মৃত্যুবরণ করে। এক কথায় ডায়াবেটিস সকল রোগের মা।

শনিবার সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটালের উদ্যোগে ‘ডায়াবেটিস প্রতিরোধে ও গণসচেতনতা সৃষ্টিতে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটালের মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম নাহিমের সভাপতিত্বে এবং ইলিয়াস হোসেন ইকবাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির সভাপতি বিশিষ্ট ডায়াবেটিক ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমদ মিলন। 

সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ ননী গোপাল দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, দপ্তর ও মিলনায়তন সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মানিক লাল বড়ুয়া, নির্বাহী সদস্য লায়ন মো. বেলাল হোসেন, লায়ন মো. শাহজাহান, ট্রাস্টি সদস্য আখতার হোসেন মামুন, ডা. মানিক লাল দাশগুপ্ত, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, দিশারী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংবাদিক মো. আলী, সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র নাথ, ডা. নুরুল হুদা, কাজী মো. আসিফ উদ্দিন  প্রমুখ। আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি