ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৯ অক্টোবর ২০২৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৫০৩ জন, ঢাকা বিভাগে ২৪৬, চট্টগ্রামে ১৮৯, বরিশালে ১১৮, খুলনায় ১৬৯, ময়মনসিংহে ২৮, রাজশাহীতে ৪০, রংপুরে ১৭ ও সিলেটে ২।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৪২০ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ২৮৬ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি