ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আজ বিশ্ব হার্ট দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

আজ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে।

ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বিশ্বে প্রতিবছর এক কোটি ৭৫ লাখ মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পৃথিবীর মোট মৃত্যুর ৩১ ভাগই হয় হৃদরোগে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে দুই কোটি ৩০ লাখে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জিসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকালে র‌্যালীর আয়োজন করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে র‌্যালীতে হাসপাতালের সব চিকিৎসক অংশ নেন।

/আর/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি