দিনে ১ সিগারেটেও বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
প্রকাশিত : ২১:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৮
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এত কিছু জানার পরও বিশ্বের কোটি কোটি মানুষ ধূমপান করেন। প্যাকেটের পর প্যাকেট নিমেষেই ধোঁয়া করে বাতাসে উড়িয়ে দেন। ধুমপানের কারণে শরীর স্বাস্থ্যের কতটা ক্ষতি হচ্ছে, সেটা একবার ভেবেও দেখেন না কেউ।
সম্প্রতি একটি তথ্য প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, দিনে ১০টা কিংবা ২০টা নয়, হার্ট অ্যাটাক হতে পারে দিনে ১টা মাত্র সিগারেট খেলেই।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক অ্যালান হ্যাকশ এই প্রসঙ্গে বলেন, “আমরা মনে করি, সারাদিনে বুঝি প্রচুর সিগারেট খেলে তবেই হৃদরোগের ঝুঁকি বাড়ে। আসলে তা সত্য নয়। ২০টা খেতে হবে না। যদি কোনও ব্যক্তি সারাদিনে ১টা মাত্র সিগারেটও খান, তাহলেও তাঁর হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই ব্যক্তির মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়।”
ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে, প্রত্যেক বছর সাত মিলিয়ন মানুষের প্রাণ কেড়ে নেয় তামাক। তাছাড়া, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কারণে মৃত্যু হয় দুই মিলিয়ন মানুষের।
কেআই/টিকে