কুষ্ঠ রোগের চিকিৎসায় মালতী
প্রকাশিত : ১২:৫৭, ১৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৩০, ১৯ মার্চ ২০১৮
মালতী এক ধরণের সুগন্ধী ফুল। সুগন্ধী ফুলের পাশাপাশি এর রয়েছে বিভিন্ন ওষুধী গুণাগুণ। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া’ বইয়ে এর ওষুধী গুণাগুণ তুলে ধরেছেন। একুশে টিভি অনলাইনে এর গুণাগুণ দেওয়া হলো-
ওষুধী ব্যবহার
১) অর্শ্বগন্ধা তেলে মালতী ফুল স্মৃতিশক্তিবর্ধক ও স্বপরিস্কারক হিসেবে ব্যবহার্য।
২) শিকড়ের রস পিত্তবিকার, দাঁত ব্যথা, মুখের ঘা, নিরাময়ে উত্তম।
৩) ফুলের রসের প্রলেপ কুষ্ঠরোগ, উন্মাদরোগ ও কাজলের মতো চোখে লাগালে উপকার হয়।
৪) পাতার ক্বাথ রক্তগতবাত, রক্তপিত্ত, রক্তপ্রদর, যোনিবিকার, ব্রনশোষ রোগে ব্যবহার্য।
পরিচিতি : কাষ্ঠাল আরোহী গাছ। মালতী বহুবর্ষজীবী। এর ফুল সাদা। শাখা-প্রশাখা কোমল ও লোমযুক্ত। পাতা ডিম্বাকৃতি, ৮-১০ সে.মি. লম্বা এবং ৪-৫ সে.মি চওড়া। বোঁটার দিক উপবৃত্তাকৃতি। পুষ্পদণ্ডের মাথায় ফুল হয়। ফুল ছড়ানো, সাদা হাল্কা সুগন্ধযুক্ত শক্ত, লোমাবৃত ও গুচ্ছে থাকে, ফুলের ব্যাস ২.৫ সে.মি., পুষ্পবস্তক লম্বা, গোলাকৃতি এবং সাদা রঙের হয়। স্ত্রী পুষ্পদণ্ড নত, গর্ভকেশর কোমল লোমে আবৃত। ফল ছোট, অগ্রভাগ ক্রমশ সঙ্কুচিত। বীজ ডিম্বাকৃতি ও চ্যাপ্টা।
কেএনইউ/এসএইচ/