ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কুষ্ঠ রোগের চিকিৎসায় কালীঝাঁট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৯ মার্চ ২০১৮

কালীঝাঁট স্যাঁতস্যাঁতে পাথরের গায়ে কিংবা স্যাঁতস্যাঁতে গাছের গোড়ায় বেশি জন্মাতে দেখা যায়। এর অনেক ওষুধী গুণাগুণ রয়েছে। ড. তপন কুমার দে তার ‘বাংলাদেশের প্রয়োজনীয় গাছ-গাছড়া’ বইয়ে এর ওষুধী গুণ উল্লেখ করেছেন।

একুশে টিভি অনলাইনে দেওয়া হলো-

ওষুধী ব্যবহার-

১) এটি ব্যাকটেরিয়া নাশক, ব্রন, বিসর্গ, অতিসার, লূতা বিষ ও ডিপথেরিয়া নাশক।

২) কটু ও সংক্রামক দোষ প্রতিষেধক।

৩) ফ্রন্ড কুষ্ঠরোগ ও জ্বরে ব্যবহার্য।

৪) রাইজোম ক্বাথ গলনালির অসুবিধায়, গোদরোগে, কষ্টকর লিঙ্গোদ্রেকসহ ফোঁটা ফোঁটা মূত্রত্যাগে ব্যবহার্য।

৫) রক্তজ রোগ, জ্বলাভাব, মৃগীজ অজ্ঞানতা ও আমাশয় ফলপ্রদ।

৬) ফ্রন্ডের পেস্ট গাউট ও পুরাতন টিউমার প্রলেপ দিলে উপকার হয়।

পরিচিতি : অপুষ্পক ফার্ন উদ্ভিদ। পাহাড়, টিলার পাথুরে জমির খাঁজে খাঁজে স্যাঁতস্যাঁতে ছায়াচ্ছন্ন স্থানে বিস্তর জন্মে। স্ট্রাইপ ৬-১৫ সে.মি. লম্বা। জড়ানো তারের মতো, আরোমশ, চকচকে, গাঢ় আবলুস খয়েরি রঙের। ফ্রন্ড ১৫-৩০ সে.মি. লম্বা, সরল, পক্ষল কখনও দীর্ঘায়িত এবং শীর্ষে শিকড় হয়। পক্ষ প্রায় গোলাকার কর্তিত। পাতার প্রান্তজুড়ে একাধারে সেরাই জন্মে।

কেএনইউ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি