ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

২১ এপ্রিল রাজধানীতে নিউট্রিশন অলিম্পিয়ার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ১৭ এপ্রিল ২০১৮

সম্মিলিতভাবে অপুষ্টি মোকাবেলার লক্ষে অাগামী ২১ এপ্রিল রাজধানীর অাগারগাঁওয়ে বিঅাইসিসি ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউট্রিশন অলিম্পিয়ার্ড- ২০১৮। জাতীয় পুষ্টি সপ্তাহের সূচনামূলক অনুষ্ঠান হিসেবে এ অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হবে। এ অলিম্পিয়ার্ডের প্রতিপাদ্য বিষয় সুস্থ জাতির জন্য যুবকদের ক্ষমতায়ন এবং পুষ্টি। অলিম্পিয়ার্ডের অার্থিক সহযোগিতায় থাকবে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়ন।

এ উপলক্ষে অাজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অব অাইসিটি ইন ডেভেলপমেন্ট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অলিম্পিয়ার্ডে পথনাটক, খাদ্য সাজানো প্রতিযোগিতা, রন্ধন প্রতিযোগিতাসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এই অলিম্পিয়ার্ড জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়া ও বাস্তবায়নে যুব সমাজের কণ্ঠ তুলে অানার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে দাবি করা হয়।

উল্লেখ্য, এর অাগে নিউট্রিশন অলিম্পিয়ার্ড অায়োজিত হয় ২০১৭ সালে। তখন অলিম্পিয়ার্ডে ৩০০ যুবক, সরকারি কর্মকর্তা, অান্তর্জাতিক ও জাতীয় সংগঠন, সুশীল সমাজ, বেসরকারি সেক্টর ও একাডেমি অংশগ্রহণ করে।

অা অা/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি