ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৫ এপ্রিল ২০১৮

রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গেল ৪ দিনে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে শতাধিক রোগী। তবে ওষুধ ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। হাসপাতালের পরিবেশও স্বাস্থ্যকর নয় বলে অভিযোগ রোগী ও স্বজনদের।
একশ’ শয্যার সদর হাসপাতাল। ডায়রিয়া ওয়ার্ডে বেড সংখ্যা ১২ টি। অথচ হুট করেই বাড়ছে রোগী। সংকুলান না হওয়ায় রোগীদের মেঝে ও বারান্দা বা ভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে অতিষ্ট রোগী ও তার স্বজনরা। তাদের অভিযোগ, খাওয়ার স্যালাইন ছাড়া সব ওষুধই কিনতে হয় বাইরে থেকে।
আক্রান্তদের বেশিরভাগ বয়স্ক ও নারী। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা ব্যাহত হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন।
পরিস্কার-পরিচ্ছন্ন থাকা ও পচা-বাসি খাবার থেকে বিরত থাকাসহ ডায়রিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি