ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে চালু হলো মডেল ফার্মেসি প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২ মে ২০১৮ | আপডেট: ১৫:৩৮, ২ মে ২০১৮

মানসম্পন্ন ওষুধ সরবরাহে চট্টগ্রামে শুরু হয়েছে মডেল ফার্মেসি প্রকল্পের কাজ। জেলার ১ হাজার ২০০ ফার্মেসির মধ্যে ৩৬টিকে ঘোষণা করা হয়েছে ‘মডেল’ ফার্মেসি হিসেবে। এতে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ হবে বলে মনে করে ওষুধ প্রশাসন।

নীতিমালা অনুযায়ী ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ। কিন্তু তা অগ্রাহ্য করে ব্যবসা করছে প্রায় সব ফার্মেসি। আর হরহামেশাই উঠছে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ। এ অবস্থা থেকে উত্তরণে চট্টগ্রামে চালু হলো মডেল ফার্মেসি প্রকল্প। উদ্বোধন করেন ওষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক।
সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ এবং বিক্রেতারা নীতিমালা অনুসরণ করছে কি-না, তদারকি হবে এই প্রকল্পের মাধ্যমে।

মানসম্পন্ন ওষুধ সরবরাহ, সঠিক ডোজ সম্পর্কে ক্রেতাদের জানানো এবং এন্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার নিরুৎসাহিত করবে এসব ফার্মেসি। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে চালু রয়েছে ৩৭৬টি মডেল ফার্মেসি।

একে/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি