ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

মুখের ক্যান্সারের লক্ষণ ও করণীয় 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ৪ জুন ২০১৮ | আপডেট: ১১:১৯, ১৩ জুন ২০১৮

ক্যানসার। ভয়াবহ এই মরণ রোগের নাম শুনলেই আতঙ্কের সৃষ্টি হয়। ক্যানসার বিভিন্ন রকমের হয়। এর মধ্যে একটি হল মুখের ক্যানসার। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যানসার সম্পূর্ণ ভাবে সারিয়ে তোলা যায়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই প্রাথমিক অবস্থায় মুখের ক্যানসার ধরা বেশ শক্ত। তবে এমন বেশ কিছু উপসর্গ আছে যা থেকে মুখের ক্যানসার সম্পর্কে আগাম সতর্কতা নেওয়া সম্ভব। আসুন মুখের ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

মুখের ক্যানসার বুঝিয়ে দেবে এই উপসর্গগুলি     

  • গালে বা গলার কোনও অংশ ফুলে যাওয়া যা বাইরে থেকে দেখেও বোঝা যাচ্ছে, কিন্তু কোনও ব্যথা নেই বললেই চলে।
  • মুখের ভেতরে কোনও ব্যথা-বেদনাহীন ফোলা অংশ, যা ক্রমশ বাড়ছে।
  • ঠোঁটের ভেতরের কোনও ক্ষত যা ওষুধ খেয়েও সারছে না।
  • মুখের মধ্যে কোনও লালচে বা সাদাটে ছোপ পড়লে।
  • জিভে লাল বা কালো ছোপ পড়লে। 
  • চিবুকের দু’পাশে ও গলার গ্ল্যান্ড ফুলে উঠলে।
  • জিভ নাড়াতে অসুবিধে হলে বা কথা বলারও সমস্যা শুরু হলে।
  • মুখ হাঁ করতে বা মুখ খুলতে সমস্যা হলে।  

চিকিত্সকদের মতে উপরে উল্লেখিত উপসর্গগুলি মুখের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। সুতরাং, এই লক্ষণগুলি লক্ষ্য করলে দ্রুত ক্যানসার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।  

টিআর/এসি   

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি