ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

নতুন ওষুধে বাঁচবে হাজারো মায়ের জীবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৩০ জুন ২০১৮

নতুনভাবে আবিষ্কৃত একটি ওষুধ সেবনে অনেক মায়ের জীবন বেঁচে যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই ওষুধ অধিক তাপমাত্রায়ও এক হাজার দিন পর্যন্ত কার্যকর থাকবে। এরমধ্যে ওষুধটি উচ্চ তাপমাত্রায়ও নষ্ট হবে না।

নবজাতক জন্মের পর অনেক মায়ের রক্তপাত হয়। মারাত্মক রক্তপাত বন্ধে ওষুধটি তীব্র কার্যকর বলে জানা গেছে। ওষুধটি অধিক তাপমাত্রা সহনশীল বলে জানা গেছে। এটার নাম কার্বোটাসিন।

নবজাতক জন্ম দেওয়া মায়ের রক্তপাত বন্ধে বাজারে প্রচলিত বর্তমান ওষুধটি অতেটা কার্যকরী নয়। প্রতি বছরই ৭০ হাজার নারী প্রচুর রক্তপাতের ফলে মারা যাচ্ছে। বর্তমান চিকিৎসা পদ্ধতি থেকে তাদের মুক্তি দিতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সিটসিন ইনজেকশান দিতে পরামর্শ দিয়েছেন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি