ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৭ পরামর্শ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য বার্তা প্রচার করছে স্বাস্থ্য অধিদপ্তর।প্রচার-প্রচারণায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ৭ টি করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন।

এবার আসুন জেনে নেওয়া যাক ৭ টি করণীয় বিষয়-

১) ঘরের এবং আশেপাশে যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি তিন দিন পরপর ফেলে দিতে হবে।

২) ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার রাখতে হবে।

৩) অব্যবহৃত পানির পাত্র বিনষ্ট অথবা উল্টে রাখতে হবে, যাতে পানি না জমে।

৪) দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।

৫) সম্ভব হলে জানালা এবং দরজায় মশা প্রতিরোধক নেট লাগানো, যাতে ঘরে মশা প্রবেশ করতে না পারে।

৬) ডেঙ্গু জ্বরে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যতীত অন্য কোন জ্বর ও ব্যথানাশক ঔষধ সেবন করবেন না।    

৭)ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আতঙ্ক নয়, সময়মত সুচিকিৎসায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব।

এমএইচ/

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি