ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যেসব সমস্যা দেখা দিলে মেয়েদের ডাক্তার দেখানো জরুরি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ০০:১৩, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আমাদের দেশের মেয়েরা শারীরিক সমস্যার ক্ষেত্রে নিজেরাই বেশি অবহেলা করে থাকে। নানান আজুহাতে তারা নিজেদের রোগগুলো গোপন করে রাখে। ছোটখাটো অসুখ হলে তা এমনিতেই সেরে যায় বটে, তবে আপাতদৃষ্টিতে ক্ষুদ্র কোনো সমস্যার মধ্যেই লুকিয়ে থাকতে পারে বড় কোনো অসুখ।

তাই এমনকিছু লক্ষণ রয়েছে যা দেখা মাত্রই সংকোচ না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি- মেয়েদের সেসব সমস্যা গুলো নিম্নে আলোচনা করা হল- 

* মাসিক ঋতুচক্রে অতিরিক্ত রক্তপাত হলে।

* ঋতুচক্রে অত্যন্ত কম রক্তপাত হলে।

* তলপেটে ভারীভাব অনুভূত হলে।

* প্রস্রাবের সময় অস্বস্তি বা জ্বালাভাব দেখা দিলে।

* ছয়মাস বা তারও বেশি সময় ধরে স্বাভাবিকভাবে চেষ্টা করা সত্ত্বেও গর্ভধারণ না হলে।

* ডিসমেনোরিয়া হচ্ছে (পিরিয়ডের সময় অস্বস্তি/ পেটব্যথা) এবং যত দিন যাচ্ছে সেটা ক্রমশ বাড়ছে।

* মলত্যাগের সময় যন্ত্রণা করলে।

* যৌনাঙ্গ থেকে কোনো ক্ষরণ হচ্ছে এবং তার একটা তীব্র গন্ধ আছে।

* স্তনে কোনো লাম্প হলে ।

* তলপেটে ফোলাভাব দেখা দিলে ।

চিকিৎসকদের মতে, নারীরা সাধারণত অনিয়মিত ঋতুচক্র বা ঋতুকালীন সমস্যায় বেশি ভোগেন। এছাড়া সাদা স্রাব, বন্ধ্যাত্ব বা তলপেটে ভারীভাবের সমস্যাগুলোও থাকে। শরীর স্বাভাবিক নিয়মের বাইরে চলে গেলে ডাক্তারের সঙ্গে আলোচনা করে নিন, কারণ ঋতুচক্র সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে বা জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনলে বা ওজন কমালেই সামলানো যেতে পারে। 

মেয়েদের এসব সমস্যাগুলো বয়ঃসন্ধিকালে শুরু হয়ে থাকে। স্বভাবতই মেয়েরা অনেক সময় এসব সমস্যা লুকিয়ে রাখে যা তাদের দাম্পত্য জীবনে প্রকট আকার ধারণ করে থাকে। এই সব সমস্যাকে গুরুত্ব দিয়ে মূলত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি