ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

কম ওজনের শিশু কেন জন্ম নেয়

প্রকাশিত : ১৬:৩৭, ১৭ মে ২০১৯ | আপডেট: ১৭:১৪, ১৭ মে ২০১৯

সাম্প্রতি দ্য ল্যানচেট গ্লোবাল হেলথ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১০টি দেশে সবচেয়ে কম ওজন নিয়ে নবজাতকের জন্ম হয় বেশি। এসব দেশের মধ্যে এমন শিশুর জন্ম সবচেয়ে বেশি হয় বাংলাদেশে। এর পরই রয়েছে আফ্রিকার দেশ কমোরস ও নেপাল।

তালিকার শীর্ষে থাকা ১০টি দেশই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রহণযোগ্য ওজনের কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা শিশুর মৃত্যুহার অনেক বেশি।

তাদের শারীরিক বৃদ্ধিতে নানা রকম ঝুঁকির সঙ্গে জটিল রোগ হওয়ারও আশঙ্কা থাকে। বিভিন্ন কারণে সন্তান পৃথীবিতে কম ওজন নিয়ে আসতে পারে। এবিষয় সার্বিক পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্ এন্ড গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডা. নুসরাত আফরীন নীলা।

কম ওজনের সন্তান জন্ম নেওয়ার জন্য অনেকটা মায়েরাও দায়ি থাকেন। আসুন জেনে নিই  মায়ের কারণ সমুহ:
# উচ্চ রক্তচাপ
# হৃদরোগ
# কিনডিতে সমস্য
# ধূমপান
# মদ্যপান
# সুষম খাদ্য কম খাওয়া
# নিম্মবিত্ত পরিবার

সন্তানের কারণসমুহ
# জ্বীণগত সমস্যা
* trisomy is 13,18,21
* Turner`s syndrome
* triploidy
# জন্মগত হৃদরোগ
*fcrralogy of fallor
*transpositoin of great vcsscls
# পেটের চামড়া তৈরি না হওয়া
# জন্মগত প্রদাহ
* cmv
*rubella
*toxoplasmosis
# একাধিক সন্তান এক গর্ভাবস্থায় থাকলে
লেখক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্ এন্ড গাইনী বিভাগের মেডিকেল অফিসার



টিআর/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি