ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোভিড পজেটিভ মায়েরা অবশ্যই শিশুকে বুকের দুধ দেবেন: ‘হু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৩ জুন ২০২০ | আপডেট: ১৪:৫১, ১৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত মায়েরা সাধারণভাবেই নবজাতক শিশুকে বুকের দুধ খাওয়ানো অব্যাহত রাখবেন এবং শিশুদের থেকে দূরে থাকবেন না। এ ভাইরাসের ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে শিশুদেরকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। শুক্রবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর এএফপি’র।

ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাধানম গেব্রেইয়েসাস ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বুকের দুধ খাওয়ানোর সময় করোনা ভাইরাসে আক্রান্ত নারীর মাধ্যমে তাদের শিশুদের সংক্রমণের ঝুঁকির বিষয় নিয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা ব্যাপক গবেষণা করেছে।

তিনি বলেন, ‘এতে আমরা জেনেছি মায়ের কাছ থেকে শিশুর কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে অনেক কম। তবে, উচ্চ ঝুঁকির অন্য অনেক রোগের ক্ষেত্রে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকা ভাল।’

তিনি আরো বলেন, ‘অনেক তথ্য-প্রমাণের ভিত্তিতে এক্ষেত্রে ডব্লিউএইচও’র পরামর্শ হচ্ছে, কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির প্রভাবমুক্ত থাকার স্বার্থে নবজাতক শিশুদের বুকের দুধ পান করান।’

ডব্লিউএইচও’র প্রজনন স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা অনশু ব্যানার্জী ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পরীক্ষায় এখন পর্যন্ত মায়ের বুকের দুধে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

টেড্রস বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসে সন্দেহভাজন বা নিশ্চিত হওয়া মা’দের বুকের দুধ পান করানো অব্যাহত রাখতে উৎসাহিত করতে হবে এবং অসুস্থ থাকলেও তারা তাদের শিশুদের কাছ থেকে আলাদা থাকবেন না।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি