ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনানী মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসকদের সনদ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার বকশী বাজারে অবস্থিত হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজ (ভূতপূর্ব-তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা)-এর ৮০তম ব্যাচের ইন্টার্ণ চিকিৎসকদের সনদ বিতরণ করা হয়েছে। 

গত ১৮ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া।

এছাড়া কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হাকীম হাফেজ মো. আইয়ুব আলী, ডাঃ নাজরিন সুলতানা, হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ, হাকীম মো. রুহুল আমিন মিলন, ইন্টার্ণ চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন মো. আশরাফ আলী, মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার, মিঠুন বিশ্বাস, ছাত্রদের মধ্য মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি