ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তামাকের উপর উচ্চ হারে কর আরোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৮ মে ২০১৭ | আপডেট: ১৫:২৮, ২১ মে ২০১৭

তামাকের উপর উচ্চ হারে কর আরোপ করে তামাক সেবনে সাধারন মানুষকে নিরুৎসাহি করার আহ্বান জানিয়েছে প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্স আত্ম।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে কেমন তামাক কর চাই শীর্ষক প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এ দবী করেন তারা। সিগারেট এ দাম বৃদ্ধির ফলে সরকার যেমন অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারবে তেমনি তামাকের ব্যবহারও কমে আসবে। সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ খলীকুজ্জামান বলেন, দেশ থেকে তামাক তুলে দেয়ার শুরুটা এখনই করতে হবে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে সব ধরনের তামাক তুলে দিতে হবে বলেও জানান এই অর্থনীতিবিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি