ঢাকা, রবিবার   ২৬ জানুয়ারি ২০২৫

হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীদের ফ্রী ওষুধ প্রদান ফের শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৬, ২ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার ডিপার্টমেন্ট এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে দেশের হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের কার্যক্রম আবারও শুরু হয়েছে। মাঝে কোভিড প্যানডেমিক-এর জন্য এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। 

সোমবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এক অনড়াম্বর অনুষ্ঠানে তিনজন হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীর হাতে ওষুধ তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন। এর ফলে প্রতিজন রোগী এক লক্ষ টাকা সমমানের ওষুধ পাবেন। 

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের একটি অন্যতম জনকল্যাণমুখী কার্যক্রম হচ্ছে- হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা। ‘২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস-বি ও সি নির্মূলের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের ক্ষেত্রে সরকারের এই কার্যক্রম উল্লেখযোগ্য ভূমিকা রাখবে’ বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহ অন্যান্য শিক্ষক এবং রেসিডেন্টবৃন্দ। বাংলাদেশের যে কোনও নাগরিক হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে, প্রয়োজনীয় পরীক্ষার কাগজপত্র এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রদান সাপেক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে লিভার ডিপার্টমেন্টে যোগাযোগ করে এ ওষুধগুলো সংগ্রহ করতে পারবেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি