ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

স্বাস্থ্য বিটের রিপোর্টারদের নতুন সংগঠন ‘এইচজেবি’র আত্মপ্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৪ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্য বিটে কাজ করা টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের এক ঝাঁক তরুণ সাংবাদিক মিলে গঠন করেছে হেলথ জার্নালিস্ট বাংলাদেশ। সংবাদের মাধ্যমে দেশের স্বাস্থ্য সেবাকে এগিয়ে নেয়াই তাদের প্রত্যয়।

গত ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর একটি রেস্টুরেন্টে সাত সদস্যের আহবায়ক কমিটি ঘোষণার মাধ্যমে এ সংগঠনটি যাত্রা শুরু করলো।

এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার নাজিয়া আফরীনকে আহবায়ক ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুবকে সদস্য সচিব করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন রাসেল আহমেদ, সিনিয়র রিপোর্টার-যমুনা নিউজ; কামরুল হাসান, রিপোর্টার- ঢাকা ট্রিবিউন; স্মৃতি মন্ডল, রিপোর্টার- ইটিভি ও কামরুল হাসান শিশির, রিপোর্টার-দৈনিক পর্যবেক্ষণ।

আহবায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে একটি কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেবেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি