ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদোন্নতি পেলেন ৩৭৮ জন চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ৭ জানুয়ারি ২০২১

স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন ৩৭৮ জন মেডিকেল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (৬ষ্ঠ গ্রেডে) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের যোগদানপত্র per3@hsd.gov.bd-ইমেইলে প্রেরণ করতে বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে পদোন্নতি প্রাপ্তদের নামের তালিকা ও বিষয়ের নাম উল্লেখ করা হয়েছে।  

উল্লেখ্য, চলমান করোনাকালীন সময়ে গত ৩ মাসে মোট ১ হাজার ৩২৮ জন মেডিকেল অফিসারকে এ পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি