ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা অনুষ্ঠানের সমাপনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২ নভেম্বর ২০২১

বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা ও সেবা মাস: অক্টোবর ২০২১’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিআরবি গ্রুপের পরিচালক মোঃ মফিজুর রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হাসপাতালের হেপাটোবিলিয়ারি এবং পেনক্রিয়াটিক বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ আলী। 

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোফাজ্জল হোসেন (লে. কর্নেল অব)। এছাড়া ব্রেস্ট ইউনিটের প্রধান ডা. এসকে ফরিদ আহমেদ, ডিএমএস ও সিইও (ভারপাপ্ত) ডা. মো: মনসুর আলীসহ হাসপাতালের অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সমাপনী অনুষ্ঠানে বক্তারা ব্রেস্ট ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা করেন। তারা জাতীয় পর্যায়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন। (বিজ্ঞপ্তি)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি